করোনায় মৃত্যুর ঘটনা চেপে যাওয়ার সরকারি নোটিশ ফাঁস করে দেওয়াতেই, বৃহস্পতিবার সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিকর্তাকে বদলি করে দেওয়া হল, এটাই কি বাংলায় চলবে? মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি-কে বদলির বিষয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন, “দিনের আলোয় আর কতদিন এরকম মিথ্যাচার চলবে?”
অধীরের অভিযোগ, সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, একের থেকে অন্যদের করোনা আক্রান্ত হওয়ার তালিকায় সব থেকে ‘এগিয়ে বাংলা’। আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা সব চেয়ে খারাপ হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ।





























































































































