সরকারি চিকিৎসকদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও তা না লেখার জন্য নির্দেশ দেওয়ার অভিযোগ- সরানো হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপল দেবদাস সাহাকে। স্বাস্থ্য দফতরের নির্দেশে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে। তাঁকে সেখানে অ্যানেস্থিওলজি বিভাগের প্রফেসর হিসেবে পাঠানো হয়েছে। আর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি-র দায়িত্ব দেওয়া হয়েছে ওই মেডিক্যাল কলেজেরই প্রফেসর শর্মিলা মল্লিককে।
কয়েকদিন আগেই দেবদাস সাহার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন, করোনায় মৃত্যু হলেও তা ডেথ সার্টিফিকেটে লেখা যাবে না। ২৬ তারিখ এই নির্দেশিকা দেন দেবদাস সাহা। এই অভিযোগে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। দেবদাস সাহার বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীও। তিনি তাঁর বদলির দাবি করেন। এর পরেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই এই সিদ্ধান্ত।






























































































































