বাঙ্গুরে এবার ‘ভার্চুয়াল ভিজিটিং আওয়ার’, বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবেন রোগীরা

0
1

করোনা-আক্রান্ত রোগীরা যাতে মানসিক জোর হারিয়ে না ফেলেন,সেজন্য “ভার্চুয়াল ভিজিটিং আওয়ার” চালু করল এমআর বাঙুর হাসপাতাল। জানা গিয়েছে, প্রতিদিন বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে সব করোনা রোগীকে বাড়ির লোকের সঙ্গে ভিডিও কল-এর মাধ্যমে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

ভিজিটিং আওয়ার্সে ডাক্তার বা নার্সদের স্মার্টফোনের মাধ্যমে পরিবারের লোকেদের সঙ্গে ভিডিও -কল করতে পারবেন করোনা আক্রান্তরা। বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারলে এবং তাঁদের দেখলে করোনা আক্রান্তরা মনের জোর ফিরে পাবেন বলেই আশা করা হচ্ছে। এই প্রথম রাজ্যের কোনও সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু হল৷ এতদিন করোনা আক্রান্ত হওয়ায় বাড়ির লোকেরা দেখা করতে পারতেন না হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সঙ্গে।
গত সপ্তাহে সল্টলেক আমরিতে এই পরিষেবা শুরু হয়েছে। জানা গিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে ট্যাব রাখার ব্যবস্থা করা হবে৷
কিছুদিন আগে রাজ্যের স্বাস্থ্য দফতর এক নির্দেশিকায় বলেছিলো, আইসোলেশন ওয়ার্ডে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।