লকডাউনের মধ্যেই রেললাইন ধরে নেপাল যাওয়ার চেষ্টা। ২৮ জনকে আটক করল বারাণসী পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাসারাম থেকে রেলপথ ধরে গোরক্ষপুর যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে আটক করে এক মহিলা সহ ২৮ জনকে। ধৃতেরা সকলেই নেপালের নাগরিক। পুলিশ আধিকারিক বিজয় বাহাদুর সিংহ বলেন, তাঁরা সাসারামে জৈব সারের প্রশিক্ষণ নিচ্ছিলেন। একইসঙ্গে স্থানীয় সংস্থার উৎপাদন বিক্রি করতেন। তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
অন্যদিকে ধৃতরা জানিয়েছেন, লকডাউন চলায় ২ মাস বাড়ি ভাড়া দিতে পারেননি তাঁরা। তাই বাড়ির মালিক তাঁদের বের করে দেন। পুলিশ জানিয়েছে, নেপালের ভোজপুর, সিরহা, সিন্ধুবী, রোতহর, কোতঙ্গ সহ বিভিন্ন জেলার বাসিন্দা ধৃতরা।
































































































































