একদিকে ‘করোনা’ ভাইরাসের সংক্রমণে জর্জরিত রাজ্য সহ গোটা দেশ, সঙ্গে গ্রীষ্মের গরম ফলে রক্তের ভাঁড়ারে টান সর্বত্র । সেই কারণে বুধবার স্থানীয় ১৮টি ক্লাবের মিলিত সংগঠন ‘বাগুইআটি ক্লাব ও নাগরিক সমন্বয় কমিটির’ উদ্যোগে
সরকারি অনুমতি নিয়ে পঃবঃ সরকারের স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সব আইন যথাযথ মেনে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল। স্থানীয় মানুষের উপস্থিতিতে লকডাউনের গন্ডীর মধ্যে থেকেও অভূতপর্ব সাড়া মেলে এই রক্তদান শিবিরে। রক্তদাতা থেকে উপস্থিত সকলেই নিজেদের মধ্যে দূরত্বের সীমা নীজেরাই যেভাবে মেনেছেন ,তাও ছিল অভুতপূর্ব ।
এরই পাশাপাশি, করোনা মুক্ত বা়ংলা কিভাবে হবে , সেই বিষয়ে বেশ কিছু চিকিৎসক এই শিবিরে ‘এক করোনা মুক্ত বা়ংলা ‘ শীর্ষক আলোচনায় যোগদান করে সচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন ।
সঙ্গে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস্ বিতরণ করা হয় ।
Home গুরুত্বপূর্ণ ‘করোনা’ পরিস্থিতিতে ‘বাগুইআটি ক্লাব ও নাগরিক সমন্বয় কমিটি’র রক্তদান শিবিরে অভূতপূর্ব সাড়া
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.