সেনাবাহিনীর গুলিতে সোপিয়ানে খতম দুই জঙ্গি

0
1

লকডাউনের মধ্যেও উত্তপ্ত সোপিয়ান। কুলগামের পর এবার সোপিয়ানে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। সেনাবাহিনীর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তাবাহিনীর কাছে নির্দিষ্ট খবর ছিল, সোপিয়ানের মেলহোরা গ্রামে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। গতকাল রাতে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনী তল্লাশিতে পৌঁছতেই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। প্রায় ভোররাত পর্যন্ত চলে গুলির লড়াই। সোমবার রাতে কুলগামে তিন জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। এই নিয়ে লকডাউন পর্বে ৩০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

Corona update