বরাত জোরে বেঁচে গেল পৃথিবী, পাশ দিয়ে বেরিয়ে গেল বিরাট গ্রহাণু

0
1

বেঁচে গেল পৃথিবী। কানের পাশ ঘেঁষে বেরিয়ে গেল দু’কিলোমিটার চওড়া এক গ্রহাণু। যে গ্রহাণুটিকে নিয়ে পৃথিবীজুড়ে টেনশন ছিল বিজ্ঞানীদের। বুধবার ভোরে গ্রহাণুটি কার্যত পৃথিবীকে ‘হাই’ জানিয়ে বেরিয়ে গেল।

পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূরে দিয়ে গ্রহটি যায়। ফলে এই গ্রহের কোনও প্রভাব পড়েনি। ঘটনার সময় সারাক্ষণই মহাকাশবিজ্ঞানীরা গ্রহটিকে পর্যবেক্ষণ করছিলেন। তাঁরা জানিয়েছেন, আপাতত ২০৭৯ সাল অবধি এই গ্রহাণুটিকে নিয়ে পৃথিবীর সেভাবে চিন্তার কারণ নেই পরেরবার গ্রহটি পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে। তবে বিজ্ঞানীরা বলছেন, যদি কোনও কারণে এটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতো, তাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত।

মহাকাশের অবজারভেটরি থেকে এই গ্রহাণুটির ছবি প্রকাশ্যে আনা হয়েছে। প্রায় ২ কিলোমিটার চওড়া গ্রহাণুটি মাউন্ট এভারেস্টের অর্ধেক। এরকম একটি ধারণা প্রচলন প্রচলিত হয়েছিল যে গ্রহটির মুখে নাকি মাস্ক বাঁধা। এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ মাস্কের নিচে মুখ লুকিয়েছেন। ফলে এ নিয়ে নানা রকমের কথা চাউর হতে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন, এটির ভৌগোলিক বৈশিষ্ট্য এমনই, যাতে দেখে মনে হয় এটিকে ফেস মাস্ক পড়ানো হয়েছে। আসলে এই গ্রহাণুটি পর্বতের মতো চড়াই-উৎরাইতে ভরা। আর সেজন্যই এমন চেহারা দেখতে লাগে।