বারাকপুরের নয়া বস্তি এলাকায় কয়েক দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। বুধবার সেই এলাকায পরিদর্শনে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল অমনদীপ ও বারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবনাথ সাধুখাঁ। তাঁরা এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের কোনোরকম সমস্যা হচ্ছে কি না তা খতিয়ে দেখেন। এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন নগরপাল।