হাওড়া টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে পুলিশ নিগ্রহের ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানালেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। বুধবার নিজের টুইট হ্যান্ডেলে রাজ্য পুলিশের পোস্টটি রিটুইট করে নুসরত লিখেছেন, “স্যালুট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ”।
গতকাল, মঙ্গলবার পুলিশকে আক্রমণ এবং মারার ঘটনার পরই রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছিল, টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণের ঘটনায় দোষীদের কাউকে ছাড়া হবে না। আক্রমণকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। পরে রাজ্য পুলিশের সেই বার্তা নিজের টুইটার হ্যান্ডেল থেকে রিটুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যার মাধ্যমে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, এই নাক্কারজনক তিনিও কড়া পদক্ষেপ চাইছেন। এরপরই রাত থেকেই দোষীদের ধরপাকড় শুরু হয়।
উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৪ জন। পুলিশ জানিয়েছে, তাণ্ডবের ঘটনার যুক্ত সবাইকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





























































































































