স্বাস্থ্য সংক্রান্ত নয়া নির্দেশিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের

0
3

স্বাস্থ্য সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। মন্ত্রকের সচিব প্রীতি সুদান ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে।
যেখানে উল্লেখ করা হয়েছে-

১. স্বাস্থ্য সংক্রান্ত সব রকম পরিষেবা সহ অন্যান্য রোগের চিকিৎসা চলবে লকডাউন চলাকালীন। বিশেষত বেসরকারি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র এই পরিষেবা দিতে বাধ্য থাকবে।

২. আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী কোভিড -১৯ পরীক্ষা করতে হবে। সরকারি এবং বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পিপিই পরা বাধ্যতামূলক।

৩. কোভিড -১৯ রোগীর চিকিৎসার পর বেসরকারি হাসপাতাল জীবাণুমুক্ত করতে হবে। তবে তা বেশি সময় ধরে করা যাবে না।

৪. Sars Cov 2 চিকিৎসার ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে। তা যথেষ্ট পরিমাণে রয়েছে।

৫. রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে একটা হেল্প লাইন নম্বর তৈরি করতে হবে। যেখানে ফোন করে রোগী বা তার পরিবার স্বাস্থ্য সংক্রান্ত জরুরি তথ্য পাবে।