করোনা সতর্কতা: সিঙ্গুরে বাইক মেকানিকের কড়া নিদান

0
1

মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান- এই সচেতনতার বার্তা নোটিশ আকারে টাঙিয়ে কাজ করছেন সিঙ্গুরের রতনপুরের বাইক মেকানিক দুধকুমার দে। লকডাউন চলাকালীন জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিরা বাইক নিয়ে কাজের জায়গায় যাচ্ছেন। রাস্তায় বাইকের চাকা পাংচার থেকে গাড়ি গোলমালের জন্য প্রায়শই দুর্ভোগে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। ফোন করে দুধকুমারকে বাড়ি থেকে ডেকে আনছেন অনেকেই। চলে আসছেন দোকানেও। কিন্তু সরকারি নির্দেশ মেনে অনেকেই মুখে মাস্ক না পরে যাতায়াত করছেন। তাই নিজেকে ও পরিবারকে বাঁচাতে এই সচেতনতার নোটিশ টাঙিয়েছেন রাস্তার ধারে অস্থায়ী বাইক মেকানিক দুধকুমার দে। এর থেকে সমাজেও সচেতনতার বার্তা যাবে বলে মনে করছেন তিনি।