গন্তব্য মুর্শিদাবাদ, দীঘা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের শালবনীতে সাহায্য স্থানীয়দের

0
1

হাঁটতে শুরু করেছিলেন দীঘা থেকে। গন্তব্য মুর্শিদাবাদ। পথ থমকে গেল শালবনীতে। শালবনীর কালীমন্দিরে এলাকায় একদল পরিযায়ী শ্রমিককে হাঁটতে দেখে তাঁদের সঙ্গে কথা বলেন শিক্ষক তন্ময় সিংহ। পরিযায়ী শ্রমিকরা জানান, তাঁরা মুর্শিদাবাদের বাসিন্দা। পরিযায়ী শ্রমিকদের ওই দলে ছয় বছরের বাচ্চা ও তার মা ছাড়াও আরও পাঁচজন ছিল। ওই শিক্ষক পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহের সঙ্গে যোগাযোগ করেন।

শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ ও অতনু সিংহ শুকনো খাবারের ব্যবস্থা করেন। সন্দীপ সিংহ চন্দ্রকোনা রোড ফাঁড়ি, শালবনী থানাতে যোগাযোগ করেন। পরিযায়ী শ্রমিকের ওই দলটি জানায় তাঁরা মুর্শিদাবাদের সুতি ও ধূলিয়ান থানার বাসিন্দা। কোয়ারান্টাইনের বদলে তাঁরা বর্ধমান বর্ডারের কাছাকাছি পৌঁছে দেওয়ার আর্জি জানান। দলটিকে সেখানে পৌঁছে দেওয়া হয়।