“দ্য গোল”: ফিরে দেখা বাটানগর স্টেডিয়ামে ইরফানের শ্যুটিংয়ের কিছু বিরল ছবি

0
1

১৯৯৯ সালের শেষ দিকে “দ্য গোল” নামক একটি স্বল্প দৈঘ্যের ছবি বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিলি। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। দেড় ঘন্টার এই শর্ট ফিল্ম জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার জিতে নিয়েছিল ইরফান অসাধারণ অভিনয়ের জন্য। তিনি এই সিনেমায় কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন।

“দ্য গোল” সিনেমাটির শ্যুটিং-এর জন্য ওই সময়ে বেশ কিছুদিন কলকাতা শহরে ছিলেন ইরফান খান। শ্যুটিং হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগণার বাটানগরের তৎকালীন “বাটা স্টেডিয়ামে”। যা এক নস্টালজিক পর্ব হয়ে রয়েছে বাটানগর স্টেডিয়ামের জন্য।

ফিরে দেখা যাক, সদ্য প্রয়াত অভিনেতা ইরফান খানের বাটা স্টেডিয়ামে স্মৃতিবহুল শ্যুটিং-এর কিছু দৃশ্য—