জটিল কোনও স্বাস্থ্যসংকট নয়, স্রেফ করোনাভাইরাসের ভয়েই আত্মগোপন করে আছেন উত্তর কোরিয়ার দোর্দন্ডপ্রতাপশালী শাসক কিম জং উন। সর্বশেষ এই খবর জানাল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সূত্র। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই কিমকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। এমনকী গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম সাং-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন। এরপরেই গুঞ্জন ওঠে কিম নাকি মৃত্যুশয্যায়। তাঁর অবর্তমানে দেশ চালাবেন কিমের বোন। দিনকয়েক আগে কিমের মৃত্যুসংবাদও রটে যায়। আবার তাঁকে পরীক্ষা করতে চিন থেকে একদল বিশেষজ্ঞ চিকিৎসক উত্তর কোরিয়া গিয়েছেন এই খবরও শোনা যায়। উত্তর কোরিয়ার চিরাচরিত গোপনীয়তা ও নীরবতার ফলে কিমকে নিয়ে নানা জল্পনা পল্লবিত হয়েছে দুনিয়া জুড়ে। অবশেষে জানা গেল, করোনা সংক্রমণ এড়াতে কিম আপাতত ধরাছোঁয়ার বাইরে নিভৃতবাসে রয়েছেন।
