BIG BREAKING : প্রয়াত অভিনেতা ইরফান খান

0
1

গতকাল অর্থাৎ মঙ্গলবার বলিউডের অভিনেতা ইরফান খান ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

দিন কয়েক আগেই মাকে হারিয়েছিলেন। মা জয়পুরে প্রয়াত হওয়ায় মুম্বইয়ে বসে ভিডিও কনফারেন্সেই শেষকৃত্যের সাক্ষী থাকতে হয়েছিলেন বলিউডের এই প্রতিভাবান অভিনেতাকে। এবার তিনি নিজেই চলে গেলেন। তিনি চলে গেলেও অনুরাগীদের স্মৃতি খাতায় রেখে গেলেন পান সিং তোমার, লাইফ অফ পাই, পিকু, লাঞ্চবক্স, হিন্দি মিডিয়াম, তালোয়ার, ডুব-এর মতো সুপারহিট সিনেমা। তাঁর প্রয়াণে বলিউডে যে বিরাট শূন্যতা তৈরি হল, তা বলাই বাহুল্য।