লকডাউনের নিরিবিলিতে অনেক প্রাণিই বিচরণ ক্ষেত্র ছেড়ে একটু আশপাশটা ঘুরে দেখছে। হেঁটে বেড়াচ্ছে কংক্রিটের শহরে।
বাইসন পরে এবার চিতাবাঘের আনাগোনার আভাস মিলল কোচবিহারের বররংরসে এলাকায়। মঙ্গলবার রাতে পুন্ডিবাড়ির অন্তর্গত বড়রাংরস গ্ৰাম পঞ্চায়েত এলাকার বড়রাংরস দীনেশ্বরী উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় পাট ক্ষেতে কয়েকটি পায়ের ছাপ দেখে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। পরে পাতলা খাওয়া বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। পায়ের ছাপ কম বয়স্ক কোন চিতাবাঘের বলে অনুমান তাঁদেরও। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পায়ের ছাপ আরও পাওয়া গেলে পরবর্তীতে বনদফতর খাঁচা বসাতে পারে বলে জানা গিয়েছে।






























































































































