মর্গ ভর্তি, তাই রাস্তার ধারেই পড়ে করোনায় মৃতের দেহ

0
1

গোটা বিশ্বে থাবা বসিয়েছে নরখাদক করোনা। করোনা সঙ্গে লড়াইয়ে নেমে যখন নাকানিচোবানি খাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলি, তখন ল্যাটিন আমেরিকার ছোট দেশ ইকুয়েডরের ছবিটা দেখলে শিউরে উঠতে হয়। মর্গে জায়গা নেই। হাসপাতালের বাথরুমের পাশে, বাড়ির সামনের রাস্তায় তাই পড়ে আছে লাশের স্তুপ। কার্যত মুখ থুবড়ে পড়েছে সেখানকার গণস্বাস্থ্য ব্যবস্থা।

ইকুয়ডরের গুয়াস অঞ্চলে শুধু এপ্রিল মাসেই মারা গিয়েছেন ৬৭০০ মানুষ। বিশেষজ্ঞদের অনুমান এই মৃতদের অধিকাংশই করোনা আক্রান্ত ছিল। ফলে সরকারি হিসেবে করোনায় মৃত্যু ৫০৩ দেখালেও আসল সংখ্যাটা ১০ গুণেরও বেশি।

Corona update