ফের করোনা হানা দিল সিআরপিএফের ব্যাটেলিয়নে। এই ঘটনায় পূর্ব দিল্লির ময়ূর বিহারে সিআরপিএফের ৩১ নম্বর ওই ব্যাটেলিয়নে এক জওয়ান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
জানা গিয়েছে, আরও ৪৬ জন জওয়ান সংক্রিমত হয়েছেন এই মারণ ভাইরাসে। প্রায় ১০০০ জওয়ানের ওই ব্যাটেলিয়নকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। সম্প্রতি, ওই ব্যাটেলিয়নে একের পর এক জওয়ান করোনায় আক্রান্ত হচ্ছিলেন। আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।