লকডাউন চললেও করোনার সংক্রমণ কিন্তু থামছে না। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হলেন আরও ১৮১৩ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৭৮৭। এঁদের মধ্যে ইতিমধ্যেই ৭ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০৮ জনের। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে।
এদিকে, আজ রাজ্যে নতুন করে আরও ৩৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তবে ২৪ ঘণ্টায় ৫ জন রোগী সুস্থ হয়ে গিয়েছেন। তাই রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫০। এখনও পর্যন্ত সুস্থ হয়ে গিয়েছেন ১২৪ জন রোগী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এরই মধ্যে স্বস্তির খবর, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।































































































































