সরকারি ও বেসরকারি ক্ষেত্রই নির্মাণ কাজ করা যাবে। লকডাউন মেনে নিয়ম মেনে কাজ করলে মিলবে ছাড়। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাঝেরহাট ব্রিজের কাজ শুরু করা যেতে পারে, কারণ ওটা গ্রিন জোনের মধ্যে পড়ছে।
বাস চলতে পারে গ্রিন জোনে। কিন্তু সেখানে ফাঁকা ফাঁকা করে বসতে হবে। গায়ে গায়ে বসা যাবে না।
এই সব নিয়ম সোমবার থেকে চালু হবে।
এটা রেড জোনে হবে না, এটা অরেঞ্জ ও গ্রিন জোনের ক্ষেত্রেই হবে।
কনটেনমেন্ট এরিয়া এভাবেই চলবে। ওটা পুরো লকডাউন থাকবে। কিছুই করতে পারব না।
পরশু দিন লিখিত সরকারি বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন।





























































































































