বড় ঘোষণার সিবিএসই বোর্ডের পড়ুয়াদের জন্য। সিবিএসই বোর্ডের সচিব বুধবার জানালেন, দশম শ্রেণির পরীক্ষা আর হবে না। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের গ্রেড দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। লকডাউন পরে দিন নির্ধারণ হবে। দ্বাদশ শ্রেণির ১২টি পরীক্ষা হবে। ফল প্রকাশ হতে সময় লাগবে আড়াই মাস। বুধবার বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, সচিব দেশের প্রায় ১০০টি স্কুলের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয় হয়েছে। কথা হয় রাজ্যগুলির শিক্ষামন্ত্রীদের সঙ্গেও। শুধু পরীক্ষা হবে পূর্ব দিল্লির একটি অংশের, যেখানে বিশেষ কারণে পরীক্ষা নেওয়া যায়নি। আইসিএসসি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই সপ্তাহতেই তারা তাদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে।
