করোনা মোকাবিলায় মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার

0
1

করোনা মোকাবিলায় ফের সাহায্যের হাত বাড়ালেন অক্ষয় কুমার। মুম্বই পুলিশ ফাউন্ডেশনে দু’কোটি টাকা দান করেছেন অভিনেতা।

মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ খবরটি জানিয়েছেন। টুইটারে তিনি অভিনেতাকে ধন্যবাদ জানান। যার জবাবে করোনায় মৃত মুম্বই পুলিশের দুই কনস্টেবলকে শ্রদ্ধা জানিয়েছেন অক্ষয়। নিজের ভক্তদের কাছেও অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন। পিপিই কিট কেনার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনেও তিন কোটি টাকা দেন অভিনেতা।