লকডাউনের জেরে সব মিলিয়ে এখনও পর্যন্ত তিরিশটির বেশি পরীক্ষা বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই যাতে বন্ধ থাকা সরকারি পরীক্ষা দ্রুত নেওয়া যায় তার প্রস্তুতি শুরু করল পাবলিক সার্ভিস কমিশন।
নবান্ন থেকে সবুজ সঙ্কেত মেলার পরে গত ২০ এপ্রিল থেকে প্রস্তুতি শুরু হয়েছে। ওই দিন থেকে দফতরে যাচ্ছেন কমিশনের চেয়ারম্যান, পদস্থকর্তা এবং বিধি মেনে কয়েকজন কর্মী। নির্দিষ্ট সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পিএসসি-র টালিগঞ্জের কার্যালয়ে পুরোদমে কাজ চলছে।
পূর্ব নির্ধারিত অনেকগুলি ইন্টারভিউ নেওয়া যায়নি। পিএসসি-র পূর্ব নির্ধারিত পরীক্ষাসূচি বাতিল হয়েছে। পিএসসির চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, লকডাউন উঠে গেলেই যাতে ওই পরীক্ষাগুলি দ্রুত নেওয়া যায়, তার প্রস্তুতি এখন থেকেই নেওয়া হচ্ছে।
