হাওড়ার টিকিয়াপাড়ায় গতকাল, মঙ্গলবার পুলিশকে আক্রমণ ও মারধরের ঘটনায় রাত থেকে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। বিশাল পুলিশবাহিনী ঘিরে ফেলেছে পুরো এলাকা। কার্যত দুর্গের চেহারা নিয়েছে টিকিয়াপাড়া।
লাগাতার তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি চলছে। গোলমালের ওই এলাকা একেবারে থমথমে হয়ে রয়েছে৷
