লকডাউনের জেরে অমরনাথ যাত্রা নিয়ে অনিশ্চয়তা!

0
4

প্রথমে জানানো হয়েছিল এ বছরের অমরনাথ যাত্রা বাতিল করা হচ্ছে। এমনকি, এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। কিন্তু সেই বিজ্ঞপ্তি বাতিল করে প্রশাসন জানিয়ে দিল, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সব পক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে।
কোভিড -১৯ মহামারির কারণে এ বারের মতো যাত্রা বাতিল করা হচ্ছে। অমরনাথ যাত্রা এখনও দু’ মাস বাকি। বিরোধীদের প্রশ্ন
তবে আপাতত যাত্রা বাতিলের নির্দেশিকা উঠিয়ে নিলেও জুনের মধ্যে অমরনাথ যাত্রার জন্য পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে কিভাবে নিশ্চিত হওয়া যাবে । সে ক্ষেত্রে কাটছাঁট করেও যাত্রা আয়োজন করতে পারে প্রশাসন।
উল্লেখ্য, ২৩ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত এ বছর অমরনাথ যাত্রা হওয়ার কথা।