করোনা পরিস্থিতির জেরে রাজ্যের হাসপাতালগুলিতে অন্যান্য রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এতে সমস্যায় পড়েছেন অনেকেই। এবার হাসপাতালগুলিতে রোগী পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবারই স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানানো হয়েছে,
• ফিভার ক্লিনিক এবং শ্বাসকষ্টজনিত অসুখে আক্রান্ত রোগীরা যাতে পৃথকভাবে চিকিৎসা পেতে পারেন, তার জন্য প্রত্যেক হাসপাতাল আলাদা ব্যবস্থা করবে।
• অন্যান্য রোগের জন্য হাসপাতালগুলির বহির্বিভাগে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
• প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক।
• আউট ডোরে রোগী দেখা শেষ হলে, পুরো আউট ডোর স্যানিটাইজ করতে হবে।
• জরুরি ভিত্তিতে কোনো রোগীর অস্ত্রোপচার করতে হলে চিকিৎসক, নার্স ও প্যারা মেডিক্যাল স্টাফ এ দের পিপিই পরতেই হবে।
• নিয়ম অনুযায়ী সব সতর্কতা নেওয়া বাধ্যতামূলক।
• রোগী যদি করোনা আক্রান্ত হন, তবে তাঁকে আইসোলেশনে রাখতে হবে।
•পরিকল্পিত অস্ত্রোপচারের আগে নমুনা পরীক্ষা করে দেখতে হবে রোগী করোনা আক্রান্ত কি না।
• রোগী কোভিড পজিটিভ হলে, আগে করোনা চিকিৎসা হবে, তারপর অস্ত্রোপচার।