তবলিঘি প্রধানের কোভিড ১৯ টেস্ট, রিপোর্ট জানালেন তাঁর আইনজীবী

0
1

তবলিঘি প্রধান মৌলানা সাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশই তবলিঘি জামাতের সদস্য- জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রথম পর্যায়ে লকডাউনের শুরুর দিকেই দিল্লির নিজামুদ্দিনে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারা দেশে তবলিঘি জামাতের সদস্যদের খুঁজে তাঁদের করোনা পরীক্ষা করে প্রশাসন। তবলিঘি প্রধান মৌলানা সাদকে বহু দিন ধরেই খুঁজছিল দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে আইন ভেঙে লকডাউনের মধ্যে ধর্মীয় সভা আয়োজন ও তথ্য গোপনের অভিযোগ রয়েছে। মৌলানার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি সরকার। মৌলানার আইনজীবী অবশ্য জানিয়েছেন, মার্কজ প্রধান ও তাঁর সহযোগীরা পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন।
মৌলানার আইজীবী সূত্রে খবর, মৌলানা সাদ কোভিড ১৯ মুক্ত।
তিনি জানিয়েছেন যে, তাঁর মক্কেল ‘নিখোঁজ’ নন। দিল্লি পুলিশ শুধুমাত্র তাঁকে নোটিস পাঠিয়েছে , কোনও সমন নয়।

Corona update