কোচবিহারে ৪০০ দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ

0
1

কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পালের উদ্যোগে, স্বেচ্ছাসেবী সংগঠন “চেষ্টা”-র তরফে মঙ্গলবার ৪০০ দুঃস্থ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়। সংগঠনের তরফে জানানো হয়, সদর মহকুমার এই মানুষদের স্বয়ং সদর মহকুমা শাসক চিহ্নিত করে দিয়েছেন। সাত দিন ধরে চেষ্টা করে এই মানুষদের নিয়ে আসা হয়েছে। কোচবিহার সুনীতি অ্যাকাডেমির সামনে তাঁদের হাতে চাল, ডাল, মুড়ি, সোয়াবিন ও আলু তুলে দেওয়া হয়। তাঁদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়।

লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে যে সমস্ত মানুষরা দৈনিক রোজগার করে সংসার চালাতেন তাঁদের আয় শূন্য। পাশাপাশি, রেশনের চাল দিয়ে সম্পূর্ণ মাস অতিবাহিত করা সম্ভব নয় অনেক পরিবারের। তাই যে সমস্ত পরিবারের মানুষের সহযোগিতা চেয়েছিলেন মহকুমা শাসকের কাছে, তাঁদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। একই সাথে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন সৌমজিৎ রায়।