টিকিয়াপাড়া কাণ্ডে ধর্মীয় মেরুকরণ করে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হলো: রাহুল সিনহা

0
1

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এ রাজ্যের হাওড়া জেলার সিংহভাগ এলাকাকে “হটস্পট” বা হাই রিস্ক রেড জোনের আওতায় ফেলা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ওই অঞ্চলগুলিতে পুলিশ বা প্রশাসনের ভূমিকা কঠোর হবে। লকডাউন পর্বে এ রাজ্য বা কলকাতা শহরের পুলিশের ভূমিকা অতুলনীয়। কিন্তু কিছু উৎশৃঙ্খল ও অবাধ্যের দল পুলিশকেই নিশানা করছে। পুলিশের উপর হামলা চালাচ্ছে।

আজ, মঙ্গলবার হাওড়ার লিলুয়ায় যে ঘটনা ঘটল তা নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। লকডাউন উপেক্ষা করে পুলিশের প্রশাসনের ওপর চড়াও হওয়ার ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

তাঁর অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ধর্মীয় মেরুকরণ হচ্ছে। টিকিয়াপাড়া কাণ্ডে ধর্মীয় মেরুকরণ করে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হল। ধর্মীয় মেরুকরণ করে কিছু জায়গায় লকডাউন চলছে। আর কিছু জায়গায় মানুষ অবাধে ঘোরাফেরা করছে বলে দাবি করেন রাহুল সিনহা।

তিনি আরও বলেন, লকডাউন বাড়ানোর কথা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কিছু সম্প্রদায়ের মানুষ লকডাউন মানছে না। লকডাউন তাহলে বাড়িয়ে লাভটা কী? সেই প্রশ্ন তুলে দিলেন রাহুল সিনহা।

মুখ্যমন্ত্রীকে আবেদন করে বিজেপি নেতা বলেন, এক্ষুণি ধর্মীয় মেরুকরণ ঊর্ধে উঠে গোটা রাজ্যে লকডাউন বিধি পালনে কড়া মনোভাব দেখান, নতুবা এ রাজ্যে সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার কোনও রাস্তা নেই।