দেশের ৫০ জন ঋণখেলাপির ৬৮ হাজার কোটি মকুব রিজার্ভ ব্যাঙ্কের

0
1

করোনার কোপ পড়েছে অর্থনীতিতেও। এরই মধ্যে ছিল চাঞ্চল্যকর তথ্য। আরটিআই-এর উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, দেশের শীর্ষ ঋণখেলাপীদের প্রায় ৬৮ হাজার কোটি টাকার ঋণ স্রেফ মকুব করে দেওয়া হয়েছে। যার মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্ত চলছে।

সাকেত গোখলে নামে এক ব্যক্তি দেশের শীর্ষ ৫০ জন ঋণখেলাপির নাম এবং তাঁদের বর্তমান ঋণের পরিমাণ জানতে চেয়ে একটি আরটিআই ফাইল করেন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে “শীর্ষ ৫০ জনে ঋণখেলাপির কাছে ৬৮ হাজার ৬০৭ কোটি টাকা পাবে ব্যাংকগুলি।” এক টুইটে সাকেত বলছেন, “৫০ জন ব্যবসায়ীর মোট ঋণখেলাপির পরিমাণ ৬৮ হাজার কোটি। বিশ্ব ব্যাংক থেকে ভারত যে টাকা করোনার জন্য ধার নিয়েছে তার ৮ গুণ। ৪৫ হাজার কোভিড টেস্টিং কিটের দামের সমান।”

প্রসঙ্গত, ঋণখেলাপিদের তালিকায় প্রথমে আছে অলংকার ব্যবসায়ী মেহুল চোকসির নাম। ৫ হাজার ৪৯২ কোটি টাকা মকুব করেছে আরবিআই। দ্বিতীয় স্থানে আরইআই আগ্রোর দুই ডিরেক্টর সঞ্জয় এবং সন্দীপ ঝুনঝুনওয়ালা। ৪ হাজার ৩১৪ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। অলংকার ব্যবসায়ী যতীন মেহেতার প্রায় ৪ হাজার ৭৬ কোটি টাকা মকুব করা হয়েছে।