পৃথিবীর আশেপাশে ভিনগ্রহীরা! ভিডিও পোস্ট পেন্টাগনের

0
1

পৃথিবীর কাছে কি ভিনগ্রহীরা? করোনা আতঙ্কে নতুন আশঙ্কা বিশ্বে। সেই উস্কেই দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে UFO নিয়ে৷

তিনটি ভিডিও পোস্ট করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, “ভিডিওটি ভালো মানের নয়৷ মানুষের মনে যাতে কোনও ভুল ধারণা না তৈরি হয়, তাই আমরা ভিডিওটি প্রকাশ করলাম৷” তবে এই ভিডিও যে নিতান্তই সন্দেহজনক তাও স্পষ্ট করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, “আমাদের ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে। তবে এখনই এই ভিডিও নিয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”