অরেঞ্জ জোন: আরামবাগ প্রবেশদ্বারে বসছে লকগেট

0
4

করোনা মোকাবিলায় কোনো রকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। হুগলি জেলা রয়েছে অরেঞ্জ জোনে। সেই কারণে চূড়ান্ত তৎপরতা আরামবাগে। প্রবেশদ্বারে বসানো হচ্ছে লকগেট। যদিও এখনও আরামবাগে করোনা আক্রান্তের কোনও খবর নেই। তবুও আগাম প্রস্তুতি হিসাবে আরামাবাগের ১২টি প্রবেশদ্বারে চলছে লকগেট বসানোর কাজ।