কোভিড-১৯ চিকিৎসায় প্লাজমা থেরাপির সাফল্য এখনও সংশয়াতীতভাবে প্রমাণ করা যায়নি। কিছুক্ষেত্রে সাফল্য মিললেও এই সংক্রান্ত কাজ একেবারেই প্রাথমিক পরীক্ষামূলক স্তরে রয়েছে। তাই কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহারে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার প্লাজমা থেরাপি নিয়ে এই বক্তব্য জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সাংবাদিক সম্মেলনে যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, আইসিএমআর এখনও প্লাজমা থেরাপিকে কোভিড চিকিৎসায় অনুমোদন দেয়নি। এই বিষয়ে একেবারেই প্রাথমিক পর্যায়ে ট্রায়াল ও রিসার্চ চলছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে আরটি-পিসিআর এবং অ্যান্টিবডি টেস্ট কিট তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা একদম শেষ পর্যায়ে রয়েছে। আইসিএমআর-এর অনুমোদন পেলেই মে মাস থেকে উৎপাদন শুরু হবে। এই প্রকল্প সাফল্য পেলে দৈনিক এক লক্ষ টেস্ট করার লক্ষমাত্রা পূরণ করা সম্ভব।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, লকডাউনের ৩৫ তম দিনে করোনায় মোট আক্রান্ত ২৯,৪৩৫। মৃত্যুসংখ্যা ৯৩৪। সুস্থ হয়েছেন ৬৮৬৯ জন অর্থাৎ ২৪.৩%। করোনার সংক্রমণ দ্বিগুণ হওয়ার হার এখন ১০.২%।
