সদ্য হারিয়েছেন মা’কে। লকডাউন চলায় মুম্বইয়ে গৃহবন্দি ছিলেন। যেতে পারেননি রাজস্থানের দেশের বাড়িতে মায়ের শেষকৃত্যে। এবার তিনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন। আজ, মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা ইরফান খান। বর্তমানে এই হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি।
প্রসঙ্গত,বহুদিন ধরেই ব্রেন টিউমার নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইরফান। এদিন তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুটা অবনতি হওয়াতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন আগেই মায়ের মৃত্যু সংবাদের শোক থেকেই এই অসুস্থতা কিনা তা দেখছেন চিকিৎসকরা।