লকডাউনের মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বামফ্রন্টের

0
1

লকডাউনের মধ্যেই ফের বিক্ষোভ বামফ্রন্টের। মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে শিলিগুড়ির নেতাজি মোড়ে প্রতীকী অবস্থানে সামিল হন বাম নেতৃত্বরা। তাঁদের দাবি, করোনা আক্রান্তদের চিকিৎসা, অভুক্তদের খাবারের ব্যবস্থা করুক রাজ্য সরকার।

এদিন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যাবস্থা করতে হবে। পাশাপাশি গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭হাজার টাকা দিতে হবে।আমরা চাই রাজ্য সরকারই অভুক্তদের খাওয়ার ব্যাবস্থা করুক।”

এদিনের অবস্থানে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, আরএসপি নেতা তাপস গোস্বামী, সিপিআই নেত্রী লক্ষ্মী মাহাতো, ফরোয়ার্ড ব্লকের অনিরূদ্ধ বোস , সিপিআইএম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নুরুল ইসলাম সহ জেলা বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।