গুরুত্বপূর্ণমহানগররাজ্য রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ২২ By EBBS Desk - April 28, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp রাজ্যে মৃত ২জন চিকিৎসক করোনায় মারা গিয়েছেন কিনা তা পরিষ্কার না করলেও মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, একজনের পরিবার বিমার ১০লক্ষ টাকা পেয়ে গিয়েছেন। অন্যজনের বাড়িতেও শীঘ্রই পৌঁছে যাবে। মঙ্গলবার করোনায় রাজ্যে মৃত্যু বেড়ে ২২। আক্রান্ত ৫২২।