‘পরিবার পিছু জনসংখ্যা’ ভিত্তি হোক, জনঘনত্বের হিসাবে চললে করোনা- মুক্তি হবে না

0
1
শৈবাল বিশ্বাস

সম্প্রতি কলকাতার কনটেনমেন্ট জোন নিয়ে কিছু তথ্য‌ হাতে এল তাই এই নিয়ে নিজের কিছু বক্তব্য‌ শেয়ার করছি।

তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, রোগ ধরা পড়ার নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে ৭ নম্বর বরো, যা কি’না বেলেঘাটার দক্ষিণপ্রান্ত থেকে ৪ নম্বর ব্রিজ অবধি বিস্তৃত। ট্যাংরা, তপসিয়া, পিলখানা এই অঞ্চলেরই ভিতর। কলকাতায় সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী মিলেছে এই বরোর ৬০ নম্বর ওয়ার্ডে। এর পরই সংক্রমণের নিরিখে এগিয়ে আছে ৫ নম্বর বরো। রাজাবাজার, শিয়ালদা, কলেজ স্ট্রিট এই বরোর ভিতরে পড়ে।

কিন্তু কেন এই অঞ্চলগুলিতে বেশি করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে? একটু সেনসাস রিপোর্টের তুলনামূলক বিশ্লেষণ করা যাক।

◾ ৬০ নম্বর ওয়ার্ড বা লিন্টন পোস্ট অফিস সংলগ্ন ওয়ার্ডটিতে ২০১১-র সেনসাস অনুযায়ী মোট জনসংখ্যা ৩৫,৭৩২। হাউসহোল্ড বা এক হাঁড়িতে খাওয়াদাওয়া করা পরিবারের সংখ্যা ৬,৭৫৫টি। অর্থাৎ,এই ওয়ার্ডে হাউসহোল্ড পিছু জনসংখ্যা ৫.২৮।

◾ রাজাবাজার অঞ্চলের ২৮ নম্বর ওয়ার্ডটির কথাই ধরুন৷ এটি পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্ভূক্ত। এখানে পরিবার (হাউসহোল্ড) পিছু জনসংখ্যাা ৫.২৭।

◾ রাজাবাজারের ৫ নম্বর বরোর ৩৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ বরফকল, খালপাড় অঞ্চলে পরিবার পিছু জনসংখ্যা ৫.৯৫ বা প্রায় ৬ বলা যায়।

এবার রেড জোন নয়, এমন ওয়ার্ডগুলির জনসংখ্যার হিসাব দেখা যাক।

◾৯১ নম্বর ওয়ার্ড বা কসবা, ঢাকুরিয়া অঞ্চলে পরিবার পিছু জনসংখ্যা। ৩.৮।

◾১১১ নম্বর ওয়ার্ড গড়িয়ায় পরিবার পিছু জনসংখ্যাা আরও কম, ৩.৯।

◾উত্তর কলকাতার বাগবাজারের ৭ নম্বর ওয়ার্ডে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১টি। সেখানে পরিবার পিছু জনসংখ্যার অনুপাত ৪.৫।

এই হিসাব থেকে বোঝা যাচ্ছে:

◾পরিবার পিছু জনসংখ্যা ৫-এর বেশি এমন ওয়ার্ডগুলি “রেড জোন”-এ পরিণত হচ্ছে।

◾ যে সব বস্তি অঞ্চলে ঘর আর রাস্তার মধ্যে পার্থক্য‌ কম সেখানে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।

◾জনঘণত্বের সঙ্গে পারিবারিক জনসংখ্যার ঘণত্ব গুলিয়ে ফেললে চলবে না।

◾জনঘণত্বের হিসাব নিয়ে চললে সঠিক পরিকল্পনা কখনই করা যাবে না।

◼সমীক্ষার ভিত্তি করতে হবে হাউসহোল্ড বা এক হাঁড়িতে খাওয়াদাওয়া করা পরিবারের হিসাব ধরে।

◾কারণ, সামাজিক দূরত্ব মেনে চললে জনঘণত্ব দিয়ে সংক্রমণ ছড়ানোর হার সঠিকভাবে বিশ্লেষণ করা না-ও যেতে পারে।

◾কিন্তু পরিবারের মধ্যে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, বিপদ সেখানেই বেশি।

?আমার বক্তব্য‌, পরিবার পিছু জনসংখ্যা ৫-এর বেশি এমন ওয়ার্ডগুলি দ্রুত চিহ্নিত করে সেখানে ‘সারি’ বা শ্বাসকষ্টে ভুগছেন, এমন সব মানুষের নমুনা পরীক্ষা করা হোক।

? তাহলে ৭ দিনের মধ্যে কলকাতা কোভিডমুক্ত হবে।

Corona update