করোনা নিয়ে জেরবার গোটা বিশ্ব। ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কারের দিকে তাকিয়ে আছে সবাই। করোনা সংক্রমণের মাধ্যমে হিসাবে একাধিক জিনিসের নাম উঠে এসেছে। এমনকী ফ্রিজেও থাকতে পারে করোনাভাইরাস। হ্যাঁ, এমন তথ্য দিচ্ছে হু।
ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে, -২০ ডিগ্রি সেন্টিগ্রেডে অন্যান্য করোনাভাইরাসগুলি কমপক্ষে দুই বছরের জন্য বেঁচে থাকতে পারে। অন্য বেশ কিছু সমীক্ষা থেকে জানা যাচ্ছে, সর্স কোভ এবং মার্স কোভের মতো ভাইরাসগুলি তাপমাত্রা, আর্দ্রতা এবং আলোর ভিত্তিতে বেঁচে থাকতে পারে। ফ্রিজের তাপমাত্রায় মার্স কোভ কমপক্ষে ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের জন্য সক্রিয় অবস্থায় থাকতে পারে।
