করোনা পরিস্থিতির মধ্যেই ফের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, “বাংলার মানুষের দিকে নজর দিন। ভাষণ না দিয়ে তাঁদের যন্ত্রণা কমানোর চেষ্টা করুন”।
একইসঙ্গে নিজের টুইটারে রাজ্যপাল লেখেন, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এটা রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার সময় নয় বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশে ধনকড় সরাসরি লেখেন, “বাহাদুরি না করে পরিস্থিতির ওপর নজর দিন। দোষারোপ করা বা দায় এড়ানোর চেষ্টা না করে মানুষের পাশে দাঁড়ান”।
রাজ্যপালের মতে, এই গভীর সংকটের মধ্যে থেকে মুক্তি পেতে কেন্দ্রে হাত মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে দেশের থেকে রাজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা অসাংবিধানিক ও সময় উপযোগী নয়।
রাজ্যপালের এই আক্রমণের জবাবে তাঁকে চার পাতার চিঠি পাঠান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পদের অপব্যবহার করছেন রাজ্যপাল। একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন তিনি। মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য প্রশাসন যখন লড়াই করছে, তখন রাজ্যকে হেয় করার চেষ্টা করছেন স্বয়ং রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর এই চারপাতা চিঠির চারপাতার জবাব দিয়েছেন জগদীপ ধনকড়।
Our people must be our concern @MamataOfficial Focus on suffering not demagoguery.
ICMT making studied headway catalyzing situation.
No time to sharpen knives against Governor or Central Government.
Real time look at the situation not bravado must for way forward. (1/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 28, 2020
Appeal: Change stance @MamataOfficial from looking for alibis, scapegoats, exit or shifting burden to serving the people.
We are in deep crisis-only real time earnest action in concert with Centre way out.
‘State within State’ approach – unconstitutional and inopportune. (2/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 28, 2020
Sent Response @KBanerjee_AITC to his media circulated letter. A strategy to cover up monumental Covid 19 failures is unfolding.
Regret observations @derekobrienmp -ICMT on ‘adventure tourism’ to ‘spread political virus’ ICMT visit a +ve turning point. pic.twitter.com/yO4AwGFopP
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 28, 2020