ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া! এবার কোথায় জানেন?

0
1
প্রতীকী ছবি

ফের রাজ্যে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার ঘটনা বেলঘরিয়ায়। এখানকার বিএন ঘোষাল রোডে একসপ্তাহ ধরে মৃত মেয়ের দেহ আগলে বসেছিলেন তাঁর মা। মৃতার নাম পারমিতা ভট্টাচার্য(৩৭)।

পারমিতার বাবা বছরখানেক আগেই মারা গিয়েছেন। মা ও মেয়ে থাকতেন বাড়িতে। আজ, মঙ্গলবার দুপুরে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিদের সন্দেহ হয়। তাঁরা বাড়ির ভিতরে গিয়ে দেখেন বিছানার উপর মেয়ের মৃতদেহ। ঘরের মধ্যে বসে আছেন মা।

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পারমিতাদেবীর মায়ের ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে পুলিশ। তাঁর মানসিক স্থিতির বিষয়ে জানতে পর শুরু হবে জিজ্ঞাসাবাদ।