কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত
বাংলা যা করতে পেরেছে, অন্যরা পারেনি
রাজ্যকে না জানিয়ে হঠাৎ করে নির্দেশিকা দিচ্ছে কেন্দ্র
একবার বলছে কড়াভাবে লকডাউন মানতে হবে কখনো বলছে সব দোকান খুলে দিতে হবে
দোকান খুললে রাস্তায় ভিড় বাড়বে লকডাউন ব্যর্থ হবে
লকডাউন আর সব খুলে দেওয়া একসঙ্গে চলতে পারে না
আজ-কাল দেখে তারপর রাজ্য সিদ্ধান্ত নেবে
আরও অনেকদিন লকডাউন চলতে পারে
লকডাউন বৃদ্ধির ইঙ্গিত প্রধানমন্ত্রীর
২১ মে পর্যন্ত লকডাউন চালানোর পক্ষে রাজ্য
হোম কোয়ারেন্টাইন সবচেয়ে আদর্শ
কেউ চাইলে বাড়িতে থেকে চিকিৎসা করতে পারেন
টেলিমেডিসিনের মাধ্যমে বাড়ি থেকে চিকিৎসা হতে পারে
রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কোভিড ১৯ ম্যানেজমেন্ট কমিটি গঠন
কমিটিতে আছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, থাকবেন মুখ্যসচিবও
মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা নজর রাখবেন
রাজ্যের গ্রিন, অরেঞ্জ, রেড জোনে আলাদা আলাদা নিয়ম
লকডাউনে রেড জোনে কড়াকড়ি, অরেঞ্জ জোনে সামান্য শিথিল, গ্রিন জোনে পুরোপুরি শিথিল করা হবে






























































































































