প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স: আছেন মমতা সহ অন্যরা, অনুপস্থিত বিজয়ন

0
1

৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে।

করোনা পরিস্থিতির পর্যালোচনায় তার আগে সোমবার শুরু হয়েছে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স। রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে বৈঠকে অনুপস্থিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। লকডাউন পরবর্তী পদক্ষেপ, রাজ্যগুলির আর্থিক সাহায্যের দাবি, লকডাউন নিয়ে রাজ্যগুলির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। প্রসঙ্গত, করোনা সংক্রমণকে আরও বাগে আনতে এখনই লকডাউন তোলার পক্ষপাতী নন বহু রাজ্যের মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, দিল্লি, ওড়িশার মত রাজ্য ফের লকডাউন বাড়ানোর পক্ষপাতী। অন্ধ্র, রাজস্থানও ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে। বিজেপিশাসিত অন্য রাজ্যগুলি সিদ্ধান্ত নেওয়ার দায় পুরোটাই কেন্দ্রের উপর ছেড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সর্বভারতীয় সংবাদমাধ্যমে করোনা রুখতে লকডাউনের পক্ষে সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে সোমবার ভিডিও কনফারেন্স করে মুখ্যমন্ত্রীদের প্রস্তাব ও মতামত শুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।