পুরীর রথ আর এবার রাস্তায় নামবে না!

0
3

পুরীর রথ এবার রাস্তায় বের হবে না। রথযাত্রা অনুষ্ঠিত হবে এবার পুরীর মন্দিরের ভিতরেই। ওড়িশা সরকার সোমবার জানিয়ে দিল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

করোনায় সমস্ত চিত্রটাই বদলে গেছে পুরীর। পুরীর রথযাত্রা মানেই মহা ধুমধাম। শুধু ওড়িশা জুড়ে নয়, সারা দেশের মানুষ সেদিকে তাকিয়ে থাকেন। সংক্রমণের ভয় আগেই পুরীর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের জন্য। এবার জুন মাসে হতে চলা রথযাত্রা আর সর্বসমক্ষে হবে না।

মূলত অক্ষয় তৃতীয়া থেকেই রথ তৈরি শুরু হয়। কিন্তু এবার তা শুরু করা যায়নি। লকডাউন শেষ হলে রথ তৈরি করা হবে। তবে রাস্তায় নামানো হবে না। ওড়িশা সরকার এবং মন্দির কমিটি আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। তবে শেষ সিদ্ধান্ত থাকবে মন্দির কমিটির হাতেই ছাড়া হয়েছে। আর মন্দির কমিটি জানিয়েছে, আগে মানুষ ও দেশের কথা ভাবতে হবে। মানুষকে বাঁচতে হবে। তাই এ বছর মন্দিরের ভিতরে রথযাত্রা হবে। ফলে লক্ষ লক্ষ মানুষের ভিড় আর এবার পুরীর রথযাত্রায় দেখা যাবে না।