লকডাউন: বাড়িতে ওষুধ পৌঁছে দিলেন পুলিশ আধিকারিক

0
4

ওষুধ না পেয়ে পুলিশকে ফোন। খোদ পুলিশ আধিকারিক বাড়িতে ওষুধ পৌঁছে দিলেন। ওষুধের প্রয়োজনে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা শর্মিলা দত্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ফোন পেয়েই ওষুধ নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান পুলিশের আধিকারিক। শিলিগুড়ি থানার পুলিশের এহেন উদ্যোগে খুব খুশি শর্মিলা দত্ত।

তিনি বলেন, “আমার ননদের ছেলে কিছু ওষুধ খায়। কিন্তু তা কোথা থেকে পাব? লকডাউনে বাইরে যাওয়ার মতো লোক নেই”। তখন পুলিশের ১০০নম্বরে ফোন করেন। পুলিশ জানায়, বাড়ি থেকে না বেরোতে, তারাই পৌঁছে দেবে। সেইমতো সোমবার শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিক গিয়ে ওষুধ পৌঁছে দেন। পুলিশের এই উদ্যোগে কৃতজ্ঞ দত্ত পরিবার।