২১মে অবধি লকডাউন বাড়বে? আপাতত পরিস্থিতি যা তাতে সেই সম্ভাবনা প্রবল। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স বৈঠকে অধিকাংশ মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। অবশ্য অনেকে বিপক্ষে মত দিয়েছেন। কিন্তু সার্বিকভাবে যা পরিস্থিতি, তাতে অনুমান করা হচ্ছে লকডাউন ২১মে অবধি বাড়তে পারে। কোনও ঘোষণা নয়, নির্দেশ নয়, পুরোটাই বিভিন্ন সূত্রে তথ্য পাওয়ার ভিত্তিতেই এই দিনটি পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা। ২৯ এপ্রিল ক্যাবিনেট বৈঠক হবে সেখানে সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী ঘোষণা করবেন।





























































































































