দেশ জুড়ে লকডাউন চলায় ধুঁকতে শুরু করেছে অর্থনীতি। এরই মধ্যে আশার কথা শোনাল একাধিক গাড়ি শিল্পের কোম্পানিগুলি। কোম্পানিগুলি জানিয়েছে, বেতন কাটা হবে না, কাউকে ছাঁটাই করাও হবে না। যার মধ্যে রয়েছে স্কোডা ভক্সওয়াগেন, রেনল্ট, এমজি মোটর ইন্ডিয়া–র মতো বড় বড় কোম্পানি।
ইটিঅটো–র একটি রিপোর্ট সূত্রে খবর, সংশ্লিষ্ট কোম্পানিগুলি জানিয়েছে, লকডাউনের কারণে আর্থিক ক্ষতি হলেও কোনও কর্মীর বেতন কাটা হবে না। শুধু তাই নয়, জানানো হয়েছে কর্মীদের বোনাস দেওয়ার কথা ভাবছে স্কোডা ভক্সওয়াগেন সহ বেশ কয়েকটি সংস্থা। সূত্রের খবর গাড়ি তৈরির কাজ চালু হলেই কর্মীরা সেই বোনাসের টাকা পাবেন। উপরন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত থেকে অনেক কর্মীকে নিয়োগ করার কথা ভাবছে একাধিক সংস্থা।
এমজি মোটর ইন্ডিয়া–র ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাজীব চাবা জানিয়েছেন, ‘‘করোনাভাইরাসের জেরে কর্মীরা হয়েছিলেন ত তাঁদের কাজ এবং বেতন নিয়ে। কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, বেতন কাটা হবে না, ছাঁটাইও করা হবে না।”
