জুনে শুরু হবে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন

0
1

জুনে শুরু হবে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা। লকডাউন শুরু হওয়ায় উচ্চমাধ্যমিকের অধিকাংশ পরীক্ষার খাতা বিতরণ হয়নি। ফলে বাড়িতে থাকলেও খাতা দেখতে পারছেন না শিক্ষকরা। অন্যদিকে স্থগিত হয়ে যাওয়া তিনটি পরীক্ষা হবে ১০ জুনের পর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন স্থগিত হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। স্পষ্টতই, জুলাই মাসের আগে ফল প্রকাশ সম্ভব নয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চারটি আঞ্চলিক অফিসকে রাজ্য সরকার একটি নির্দেশিকা পাঠাচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, ৪ থেকে ১৫ মে-র মধ্যে রেলস্টেশন, থানা এবং ট্রেজারি থেকে আঞ্চলিক অফিসগুলি উত্তরপত্র সংগ্রহ করবে। প্রতিটি গাড়িতে দুজন করে পুলিশকর্মী থাকবেন। ৪ মে থেকে ১০ জুনের মধ্যে প্রধান পরীক্ষকদের কাছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র পৌঁছবে। ৫ দিনের মধ্যে তাঁরা পরীক্ষকদের হাতে খাতাগুলি তুলে দেবেন। পরীক্ষকদের নিয়ে কোনও বৈঠক হবে না। উত্তরপত্র বিলি করার সময় ৫ জনের বেশি পরীক্ষককে একসঙ্গে ডাকা যাবে না বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।