চিন থেকে আসা করোনা কিটগুলো অনেক বেশি দামে কিনেছে সরকার, এই অভিযোগে আদালতে মামলা হওয়ার পর কিটের দাম বেঁধে দিল দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, COVID-19 পরীক্ষার এই কিটগুলি সরকারের কাছে অপেক্ষাকৃত চড়া দামে বিক্রি করা হয়েছে অভিযোগ তুলে একটি মামলা হয় দিল্লি হাইকোর্টে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কিট পিছু দাম বেঁধে দিল। আদালত নির্দেশ দিয়েছে, চিন থেকে আমদানি করা করোনা কিটের দাম
৪০০ টাকার মধ্যেই রাখতে হবে।
দ্বিগুণেরও বেশি অর্থ দিয়ে চিন থেকে আসা করোনা টেস্টের কিটগুলো (Chinese Rapid Antibody Test Kits) কিনেছে কেন্দ্রীয় সরকার, উঠেছে এমন অভিযোগ। অথচ এই চাইনিজ র্যাপিড অ্যান্টিবডি টেস্টের কিটগুলো যখন বিভিন্ন রাজ্যে পাঠানো হয় তখন দেখা যায় তার মধ্যে বেশিরভাগ কিটেই নানা সমস্যা রয়েছে, যার জেরে সেগুলো দিয়ে বহুক্ষেত্রে টেস্টের ফলাফল মিলছে না। অভিযোগ, ভারতে ওই কিটের সরবরাহকারী সংস্থা রিয়েল মেটাবলিকস অনেক বেশি দামে পরীক্ষার এই কিটগুলি সরকারের কাছে বিক্রি করেছে। এরপরেই এই ঘটনা ঘিরে বিরোধ বাধে কিটের আমদানিকারক সংস্থা ও সরবরাহকারী সংস্থার মধ্যে। বিরোধের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কেন বেশি দামে কিট কেনা হল তা নিয়ে আইসিএমআর-এর জবাব চেয়েছে আদালত।






























































































































