লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া এ রাজ্যের শ্রমিক ও পড়ুয়াদের নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

0
3

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের জেরে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছেন এ রাজ্যের বহু শ্রমিক। একইভাবে রাজস্থানের কোটায় আটকে রয়েছেন রাজ্যেরই বেশ কয়েকজন পড়ুয়া। এই পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়াদের দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গে ফেরানোর জন্যে সবরকম ব্যবস্থা করবে রাজ্য সরকার।

আজ, সোমবার ট্যুইট করে এমনই আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার লকডাউনের কারণে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া বাংলার বাসিন্দাদের ঘরে ফেরাতে সবরকম সহায়তা করবে। আমি রাজ্য সরকারি আধিকারিকদেরও প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দিয়েছি। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ বাংলার কেউই অসহায় বোধ করবেন না। আমি এই কঠিন সময়ে আপনাদের সঙ্গে আছি”।

এরপর আরও একটি পোস্টে তিনি লেখেন, “আমি ব্যক্তিগতভাবে গোটা বিষয়টির দিকে নজর রাখছি এবং সবাই যাতে সবরকমভাবে সহায়তা পায়, তা নিশ্চিত করার জন্যে আমরা সব প্রচেষ্টা চালাব। এই ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কোটায় আটকে থাকা বাংলার সমস্ত শিক্ষার্থীকে খুব তাড়াতাড়ি রাজ্যে ফেরানো হবে।”