কালিম্পঙে মৃতার পাড়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দল

0
1

পঞ্চমদিনে শিলিগুড়ি থেকে সরাসরি ফুলবাড়ি গেলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। সোমবার সকালে তাঁরা প্রথমেই যান ফুলবাড়িতে। সেখানে ভারত-বাংলাদেশ সীমান্তের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের সঙ্গে কথা বলেন তাঁরা।কোনওরকম সমস্যা রয়েছে কি না তা নিয়ে জানতে চান। পরে সেখান থেকে তাঁরা যান শিলিগুড়ি পুরসভার ৪১নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়। এই ওয়ার্ড কন্টেইমেন্ট ঘোষণা করেছে সরকার। কারণ, এই ওয়ার্ডেই কালিম্পং-এর করোনা আক্রান্ত মৃতার পরিবার থাকে। সেখানে তিনিও গিয়েছিলেন। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত হন। যদিও পরে সুস্থ হয়ে তাঁরা বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু ওই এলাকা কন্টেইমেন্ট ঘোষণা করে সরকার।এদিন ওই এলাকা কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে দেখে। শুধু তাই নয় ব্যারিকেডের বাইরে থাকা পুলিশকর্মীর সঙ্গে কথাও বলে। ওয়ার্ডের সকলে লকডাউনে মানছে কি না সে বিষয়েও খোঁজ নেয়। পরে রানিডাঙার এসএসবি ক্যাম্পে ফিরে যান প্রতিনিধিরা।

Corona update